সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে প্রচারণাকালে চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকের উপর হামলা

নাটোরে প্রচারণাকালে চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক:
নাটোর সদর উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারনাকালে চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তারুল ইসলাম আলমের ২জন কর্মী-সমর্থকের উপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার সকালে সাড়ে ১২টার দিকে উপজেলার হয়বতপুর এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন নাটোর সদর উপজেলার শংকরভাগ গ্রামের মহসিন আলীর ছেলে মাসুদ, বাসুপাড়ার দিনেশ পাহানের ছেলে আকাশ। ১ম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে লড়ছেন মোস্তারুল ইসলাম আলম।

চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তারুল ইসলাম আলম জানান, প্রচার-প্রচারণার অংশ হিসেবে আমার কর্মী সমর্থকরা লক্ষীপুর হয়ে হয়বতপুরের দিকে যাচ্ছিল। এসময় তারা হয়বতপুর এলাকায় পৌছালে স্থানীয় কয়েকজন বাটাম দিয়ে আমার কর্মীর উপর হামলা চালায়। এতে ২জন কর্মী আহত হন। পরে আহতদে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। কারা এই হামলা চালিয়েছে তা ভিডিও ফুটেজ দেখে সনাক্তের চেষ্টা চলছে। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে থানায় এজাহার দায়ের করবেন বলেও জানান মোস্তারুল ইসলাম আলম।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দায়ের করেনি।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …