সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তির পাঁচ মাসের জেল

নাটোরে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তির পাঁচ মাসের জেল

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে আলম (৩১) নামে এক ব্যক্তির পাঁচ মাসের জেল দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে নাটোর শহরের তেবারিয়া এলাকা থেকে তাকে গাঁজা সেবন অবস্থায় ৯০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়ে। আলম একই এলাকার মৃত আকবর আলীর ছেলে।

সিপিসি-২, নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মাসুদ রানা জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র্র‌্যাবের একটি বিশেষ অপারেশন দল, নির্বাহী ম্যাজিষ্ট্রেট খালিদ হাসান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাহবুবা জেসমিন রুমা এর যৌথ নেতৃত্বে মঙ্গলবার বিকেল পৌনে চারটা থেকে বিকেল ৫ টা পর্যন্ত নাটোর শহরের তেবারিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

এসময় মাদক সংরক্ষণ ও প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে আলম কে ৯০ নব্বই গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের সাামনে হাজি করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত আটককৃত আলমকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচহাজার টাকা অর্থ দন্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে গ্রেফতারকৃত আসামীকে নাটোর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের নির্দেশে উদ্ধারকৃত গাঁজা ধ্বংস করা হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …