রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উন্নয়ন বার্তা / নাটোরে পৌর মেয়রের নগদ অর্থ বিতরণ অব্যাহত

নাটোরে পৌর মেয়রের নগদ অর্থ বিতরণ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে নগদ অর্থ বিতরণ অব্যাহত রেখেছেন পৌর মেয়র উমা চৌধুরী। আজ শনিবারেও রাত আটটার দিকে শহরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে এই অর্থ বিতরণ অব্যাহত রাখা হয়।

প্রধানমন্ত্রীর ত্রাণ ও দূর্যোগ তহবিল থেকে এই নগদ অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানান পৌর মেয়র। আরো জানান, বিশ্ব মহামারী কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণে নাটোর পৌরসভায় লকডাউন চলছে। চলমান লকডাউনে সাময়িক কর্মহীন হয়ে পড়া রেন্ট এ কার এর ড্রাইভার, শ্রমিক,রেল কুলি ও ১,২,৩ নং ওয়ার্ডের সকল দুঃস্থ ৪০০জন মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হলো।

এ সময় তিনি সকলের প্রতি অন্যদের অনুরোধ রেখে বলেন আপনারা মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, অযথা ঘরের বাইরে আসবেন না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় আপনাদের পাশে আছেন এবং তার প্রতিনিধি হিসেবে আমি সর্বদা আপনাদের পাশে থাকবো।

এই নগদ অর্থ বিতরণ কালে তার সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি অপূর্ব চক্রবর্তী, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও পৌর কাউন্সিলর ফরহাদ হোসেন প্রমূখ।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …