সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে পৌর আওয়ামী লীগের সভাপতিকে দল থেকে বহিষ্কার

নাটোরে পৌর আওয়ামী লীগের সভাপতিকে দল থেকে বহিষ্কার


নিজস্ব প্রতিবেদক:
তৃতীয় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে নাটোরের নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াসকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ওই মামলায় বুধবার (২৬ অক্টোবর) গ্রেফতারের পর বৃহস্পতিবার নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর ও সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান মুকু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।

বহিষ্কারাদেশে বলা হয়েছে, আপনি (শরিফুল ইসলাম পিয়াস) দ্বিতীয় স্ত্রী হত্যায় সরাসরি জড়িত। ইতিমধ্যে হত্যা মামলার তদন্তপূর্বক আপনাকে দোষী সাব্যস্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়ায় আদালত আপনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় আপনি এখন কারাগারে অবস্থান করছেন। স্ত্রীকে হত্যার কারণে আপনি জঘন্যতম অপরাধ করেছেন। এর মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। ওই অপরাধে আপনাকে নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সদস্য, পৌর আওয়ামী লীগের সভাপতি পদ, ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও অন্যান্য শাখা থেকে আপনাকে বহিষ্কার করা হলো।

এই বিষয়ে জানতে চাইলে নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস শুকুর জানান, বৃহস্পতিবার বিকালে তাকে বহিষ্কার করে চিঠি দেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, বুধবার পিয়াস গ্রেফতার হওয়ার পর পুলিশ-প্রশাসনের মাধ্যমে জানা গেছে, মামলার তদন্তে পিয়াস দোষী সাব্যস্ত হওয়ায় তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। বিষয়টি জানার পর তৃণমূল আওয়ামী লীগের দাবির পরিপ্রেক্ষিতে ওই বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …