নিজস্ব প্রতিবেদক:
নাটোর পৌরসভার উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে সাত টার দিকে পৌর প্রাঙ্গণে কালো ব্যাজ ধারণ,জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পুষ্প মাল্য অর্পণ এর পর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। কর্মসূচীর নেতৃত্ব দেন পৌর মেয়র উমা চৌধুরী জলি।এসময় পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা -কর্র্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদাৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষ্য কোরআন খতমের আয়োজন করা হয়।