শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে পৃথক তিনটি স্থান থেকে ২৫জন চাঁদাবাজ আটক

নাটোরে পৃথক তিনটি স্থান থেকে ২৫জন চাঁদাবাজ আটক

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের পৃথক তিনটি স্থানে অভিযান পরিচালনা করে ২৫জন চাঁদাবাজকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। এর আগে সোমবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নাটোর সদর, সিংড়া ও লালপুরে অভিযান চালিয়ে চাঁদাবাজি করার সময় হাতেনাতে ২৫ জনকে আটক করে তারা।

নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সনজয় কুমার সরকার জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে নামে র‌্যাব সদস্যরা। এসময় নাটোর সদর, সিংড়া, এবং লালপুর থানা এলাকায় তিনটি পৃথক অভিযান পরিচালনা করে ২৫জন চাঁদাবাজকে আটক করা হয়। আটককৃতরা স্থানীয় রাজনীতিবীদ ও প্রভাবশালীদের নাম ব্যবহার করে কাঁচা সবজি ও পণ্য পরিবহনের ট্রাক, অটোরিক্সা এবং বাস থেকে প্রতিদিন চাঁদা আদায় করতো। অভিযানে চাঁদা আদায়ের নগদ অর্থ ও রশিদ বই জব্দ করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ঠ থানায় হস্তান্তর করা হয়।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …