শুক্রবার , এপ্রিল ১১ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে পৃথক তিনটি স্থানে সাবেক আ’লীগ নেতাসহ তিনজনকে কুপিয়েছে প্রতিপক্ষরা

নাটোরে পৃথক তিনটি স্থানে সাবেক আ’লীগ নেতাসহ তিনজনকে কুপিয়েছে প্রতিপক্ষরা


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের দিঘাপতিয়া এলাকার ফুলতলায় মসজিদের পায়ে হাটা রাস্তা ও তেগাছিতে রাজমিস্ত্রী ও শহরের হাফরাস্তায় আওয়ামীলীগের সাবেক নেতাকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। শুক্রবার রাত নয়টার দিকে এঘটনা ঘটে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন জানান, সদর উপজেলার দিঘাপতিয়া এলাকার ফুলতলায় মসজিদের পায়ে হাটা রাস্তা নিয়ে একই এলাকার মোজাফ্ফরের ছেলে বাবু ও রেজাউলের ছেলের রনির মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এর একপর্যায়ে চাকু দিয়ে বাবুকে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় রনি। পরে স্থানিয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এছাড়া তেগাছি এলাকায় রাজমিস্ত্রির পাওনা টাকাকে কেন্দ্র করে এরাজের ছেলে শরিফুলকে চাইনিজ কুড়াল দিয়ে জঘম করেছে হরিশপুর এলাকার ফরোজ আলীর ছেলে ফরহাদ।

অপরদিকে নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান লিটনকে হাফরাস্তা এলাকায় কুপিয়ে জঘম করেছে দূর্বৃত্তরা।

আরও দেখুন

৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন দুলু

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বাগাতিপাড়ায় ৫২ বছর বয়সে এবারের চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ইউপি সদস্য …