নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নাটোর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বাংঙ্গাবাড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন করা হয়েছে। মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় উক্ত পুকুরে অসংখ্য ছোট বড় মাছ মরে আছে।
মৎস্য চাষী আতাউর রহমান মিন্টু বলেন, আমি লিজ নিয়ে এই পুকুরে মাছ চাষ করতাম। কিন্তু আমার সাথে পূর্ব শত্রুতার জেরে তরল বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হয়েছে। এতে আমার প্রায় ৬ লক্ষ্য টাকার ক্ষতি হয়েছে। সোমবার দিবাগত রাতে কে বা কাহারা তরল বিষ প্রয়োগ করে আমার পুকুরে সমস্ত মাছ নিধন করে। এ সময় কয়েকটি বিষের বোতল পাওয়া যায়। এ ঘটনায় নাটোর সদর থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে ।
এ বিষয়ে নাটোর সদর থানার অফিসার ইনচার্জ বলেন, এ বিষয়ে একটি এজাহার দাখিল করা হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার হবে ।
আরও দেখুন
নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …