বৃহস্পতিবার , এপ্রিল ৩ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে পূজা দেখতে গিয়ে ব্যক্তি ছুরিকাহত

নাটোরে পূজা দেখতে গিয়ে ব্যক্তি ছুরিকাহত

নিজস্ব প্রতিবেদক:

নাটোর শহরের উত্তর চৌকিরপাড় এলাকায় দূর্গাপূজা দেখতে গিয়ে রাজু আহম্মেদ (৪৫) নামে ব্যক্তি সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হয়েছে। আহত রাজু শহরের কানাইখালী মহল্লার বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন ছেলে। ঘটনাটি ঘটেছে, সোমবার বিকেল সাড়ে ৫ টায়। জানা যায়, সোমবার বিকেলে দূর্গাপূজা দেখতে শহরের উত্তর চৌকিরপাড় এলাকায় যায় রাজু আহমেদ।

এ সময় পূর্ব শক্রতার জের ধরে চিহিৃত সন্ত্রাসী সজীব ও সুমনের নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে আহত অবস্থায় ফেলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে নাটোর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। আহত রাজু জানান, সজীব ও সুমনসহ তাদের সাথে থাকা সন্ত্রাসীরা ধারালো চপ্পল ও ছুরি দিয়ে আমার পিঠে ও ঘাড়ের কয়েকটি জায়গায় আঘাত করে পালিয়ে যায়। এ ঘটনা কেন্দ্র করে শহরের কানাইখালী এলাকায় দুটি পক্ষে উত্তোজনা বিরাজ করছে। নাটোর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহম্মেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত স্বাপক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার …