নিজস্ব প্রতিবেদক:
নাটোরে পূজা উদযাপন পরিষদের সাথে পুলিশ সুপারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ সেপ্টেম্বর রবিবার বেলা এগারোটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশি সুপার সাইফুর রহমান রিপন এর সভাপতিত্বে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২২ উপলক্ষে পূজা মন্ডপ সমূহে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি।
বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট প্রসাদ কুমার তালুকদার, সহ-সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায় সহ নেতৃবৃন্দ। পুলিশ সুপারের আয়োজনে নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়ে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে পূজা আয়োজন সহযোগিতা চান পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
এসময় পুলিশ সুপার সকলকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। সভা শেষে মেয়র উমা চৌধুরী জলি, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারকে আগাম শুভেচ্ছা জানান।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …