নিজস্ব প্রতিবেদক:
নাটোরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ ডিসেম্বর শুক্রবার বেলা এগারোটার দিকে শহরের অনিমা চৌধুরী কমপ্লেক্সের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্ৰাম) আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অনিল সরকার প্রমুখ। বেলা একটার দিকে প্রথম অধিবেশন শেষ হওয়ার পরে দ্বিতীয় অধিবেশন শুরু হবে এবং এই অধিবেশনে আবারো দুই বছরের জন্য কমিটি গঠন করা হবে।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …