নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার উদ্যোগে নাটোরে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার সকালে নাটোর নিচা বাজারস্থ শংকর ভবন প্রাঙ্গণে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯০০টি অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
কোভিড-১৯ প্রতিরোধে সরকারের নির্দেশনা মোতাবেক হাট-বাজার যানবান বন্ধ করে দেয়ায় আয়-রোজগারহীন হয়ে পড়ে নিম্নআয়ের লোকজন। এতে বিভিন্ন সরকারি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন মানুষের দ্বারে দ্বারে খাদ্যসহায়তা পৌঁছে দিচ্ছে। তারই অংশ হিসেবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার আয়োজনে এই খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
আজকের এই খাদ্যসহায়তা বিতরণ করেন পূজা উদযাপন পরিষদের সভাপতি উমা চৌধুরী জলি। এ সময় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি অ্যাডভোকেট প্রসাদ তালুকদার (বাচ্চা) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায় জেলা কমিটির নেতৃবৃন্দ।
আরও দেখুন
নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল
নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …