শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে পূজামন্ডপ পরিদর্শনে ডিসি-এসপি

নাটোরে পূজামন্ডপ পরিদর্শনে ডিসি-এসপি

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন নাটোর জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা ও পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, পিপিএম। আজ শুক্রবার মহাষষ্ঠীর রাতে শহরের বিভিন্ন দূর্গা পূজা মন্ডপে সার্বিক পরিস্থিতি তাঁরা পরিদর্শন করেছেন। পরিদর্শন কালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় পূজার শুভেচ্ছা বিনিময় করেন। নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

এসময় জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বলেন, জাতির পিতার বাংলায় হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই সম্প্রীতির মিল বন্ধন শারদীয় দূর্গা উৎসব। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উৎসব মূখর পরিবেশে এ উৎসব উদযাপনে জেলা প্রশাসন ও পুলিশ একসাথে কাজ করছে। পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, পিপিএম বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে সকলে মিলে উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে সনাতন ধর্মাম্বলীরা দুর্গোৎসব পালন করছে।

এবং এ উৎসবে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি পূজামন্ডপে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিদর্শনকালে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম, নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলি, ডিএসবির ডিআই ওয়ান কাজী জালাল উদ্দিন আহমেদ, নাটোর সদর থানার অফিস ইনচার্জ নাসিম আহমেদসহ অনেকে।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …