রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে পুলিশি ব্যারিকেডে হলো বিএনপির বিক্ষোভ সমাবেশ

নাটোরে পুলিশি ব্যারিকেডে হলো বিএনপির বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নাটোরে পুলিশি ব্যারিকেডে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি ও সহযোগী সংগঠন ওই কর্মসূচির আয়োজন করে।বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেত্রীবৃন্দ ও কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে এবং গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবীতে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মিরা।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে সামনে স্টেশন বাজারের দিকে যেতে অগ্রসর হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বাধা দিলে দলীয় নেতাকর্মীরা সেখানেই এক সমাবেশ করেন।
এ সময় পুলিশ তাদের ঘিরে রাখে। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি ভারপ্রাপ্ত আহব্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ,ফরহাদ আলী দেওয়ান শাহিন সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মিরা।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …