নিজস্ব প্রতিবেদক:
নাটোরের রানী ভবানী রাজবাড়ির শ্যাম সুন্দর মন্দিরের পুরোহিত অসিত বাগচির ওপর দূর্বৃত্তের হামলার অভিযোগ মিথ্যা প্রমানিত করেছে পুলিশ। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে মন্দির কমিটির অন্য সদস্যদের সাথে দ্বন্দের জেরে তাদের ফাঁসাতে এমন অভিযোগ আনা হয়েছিল। আজ মঙ্গলবার পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য দেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।
প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, নাটোরের রানী ভবানী রাজবাড়ির শ্যাম সুন্দর মন্দিরের পুরোহিত অসিত বাগচির ওপর দূর্বৃত্তের হামলার খবর পেয়ে পুলিশের একটি দল তদন্তে নামে। তদন্তকালে তারা জানতে পারেন শহরের মাদ্রাসা মোড় এলাকায় অটোরেক্সিার সাথে ধাক্কা খেয়ে আহত হন পুরোহিত অসিত। বাড়ি পৌঁছার পর মন্দিরের সেক্রটারী শৈলেন্দ্র কুমার দাসের কু-পরামর্শে আহত পুরোহিত অসিত বাগচির স্ত্রী ক্ষমা বাগচি তার স্বামীকে হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ জানতে পারে মন্দিরের সেক্রেটারী শৈলেন্দ্র কুমার দাসের সাথে মন্দির কমিটির সদস্যদের বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে তাদের ফাঁসাতে এই পরিকল্পনা করা হয়। এ ঘটনায় সাধারণ সম্পাদক শৈলেন্দ্রনাথের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশ সুপার।
উল্লেখ্য গতকাল সোমবার নাটোরের রানী ভবানী রাজবাড়ির বড় তরফের শ্যাম সুন্দর মন্দিরের পুরোহিত অসিত বাগচির ওপর দূর্বৃত্তের হামলার অভিযোগ আনা হয়েছিল ( লিংকনাটোরের রানী ভবানী রাজবাড়ির মন্দিরের পুরোহিতের ওপর হামলার অভিযোগ- আটক এক)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছিল।
আরও দেখুন
নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …