রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে পলাতক শ্বশুরকে ২০ ঘন্টার মধ্যে গ্রেফতার

নাটোরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে পলাতক শ্বশুরকে ২০ ঘন্টার মধ্যে গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ধর্ষক শ্বশুর শাহিন খন্দকারকে বিশ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব। আজ সকাল দশটার দিকে র‌্যাব-৫ সিপিসি -২ নাটোর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান র‌্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন। গ্রেফতারকৃত শাহীন খন্দকার জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার বড়াইল গ্রামের মৃত শুকুর মাহমুদ এর ছেলে।

প্রেস ব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল ১৫ মার্চ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল মোড় হতে শাহীন খন্দকার কে গ্রেফতার করে।

উল্লেখ্য, গত ১৪ মার্চ রাতে গুরুদাসপুর উপজেলার সাহাপুর গ্রামের ভাড়া বাড়িতে নববধূকে জোর করে ধর্ষণ করে শাহীন খন্দকার। মেয়েটির চিৎকারে আশেপাশের লোক ছুটে আসলে শাহীন খন্দকার সেখান থেকে পালিয়ে যায়। পরে ওই নারীর মা বাদী হয়ে গুরুদাসপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এই মামলার সূত্র ধরে র‌্যাব গতকাল শাহীন খন্দকার কে গ্রেফতার করে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …