নীড় পাতা / উত্তরবঙ্গ / নাটোরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

নাটোরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় আরিফুল ইসলাম নামের চার বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বেলা ১১টার দিকে নাটোর সদরের হরিশপুর ইউনিয়নের ঋষি নওগাঁ এলাকার একটি পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করেন তারা। আরিফুল একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং একটি কিন্ডারগার্টেন স্কুলের প্লে শ্রেণীর শিক্ষার্থী। পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল দুপুর থেকে আরিফুল নিখোঁজ ছিল। এই বিষয়ে আরিফুলের বাবা নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপরে পরিবারের লোকজন গ্রামের বিভিন্ন পুকুরে জাল ফেলে খোঁজাখুঁজি করেও তার কোন হদিস করতে পারেননি। আজ বেলা ১১ টার দিকে অন্য একটি পুকুরে তার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। তবে শিশুটি র গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে শিশুটি পানিতে ডুবেই মারা গেছে।

আরও দেখুন

নন্দীগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নানা কর্মসূচির মধ্যদিয়ে বগুড়ার নন্দীগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। …