বৃহস্পতিবার , নভেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নাটোরে পুকুরে বিষ দিয়ে ৪ লক্ষাধিক টাকার মাছ নিধন

নাটোরে পুকুরে বিষ দিয়ে ৪ লক্ষাধিক টাকার মাছ নিধন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,, নাটোরে পুকুরে বিষ দিয়ে ৪ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। আজ ৬ নভেম্বর বৃহস্পতিবার রাতে নাটোর সদরের ছাতনি ইউনিয়নের ভাবনি গ্ৰামে এই ঘটনা ঘটে। পুকুরের লিজ গ্রহিতা মনোজ কুমার জানান, আজ রাতের কোনো এক সময় পুকুরে কে বা কারা বিষ প্রয়োগ করে। সকালে পুকুরে খাবার দিতে গিয়ে মৎস্যজীবী কর্মীরা মাছ মরে ভেসে উঠেতে দেখে আমাকে খবর দেয়। আমি খবর শুনে পুকুরে গিয়ে দেখতে পাই পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। তিনি আরো জানান, আমি বিভিন্ন জায়গায় পুকুর লিজ নিয়ে মাছ চাষ করি। আমার চাষকৃত পুকুরে ১শ মণের ওপরে মাছ ছিল। এই মাছগুলো মরে যাওয়াতে তার ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তিনি আরো জানান, আমি একজন ক্ষুদ্র মাছ চাষী। আমার এতো বড় একটা ক্ষতি হলো যে, আমার পক্ষে এখন ঘুরে দাঁড়ানোই সম্ভব নয়। পুকুরের পাহারাদার সুমন জানান, তিনি দিনের বেলায় পুকুর পাহারা দেন। গতকাল যথারীতি সন্ধ্যা পর্যন্ত পাহারা দিয়ে তিনি বাড়িতে চলে যান। পরে রাতের কোন এক সময় এই বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, ৫ আগস্টে পট পরিবর্তনের পর স্থানীয় অনেক প্রভাবশালী পুকুর মালিকের বিনা অনুমতিতেই বিভিন্ন সময় জাল এবং ছিপ দিয়ে ইচ্ছামতো মাছ ধরেন। কিন্তু মাছ চাষী লিজগ্রহীতা প্রতিবাদ করলেও তার কথায় কেউ কর্ণপাত করেননি। এ ব্যাপারে থানায় কোনো এজাহার দায়ের করেছেন কিনা জানতে চাইলে লিজ গ্রহীতা মনোজ কুমার জানান, দুপুরের পর থানায় গিয়ে অভিযোগ করা হবে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, তিনি এখনো কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …