বৃহস্পতিবার , নভেম্বর ১৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে পিফোরডি আয়োজনে গণ শুনানি অনুষ্ঠিত

নাটোরে পিফোরডি আয়োজনে গণ শুনানি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে পিফোরডি আয়োজনে গণ শুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই শুনানি অনুষ্ঠিত হয়। পিফোরডি এর আয়োজনে সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারওয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, সমন্বিত জেলা কার্যালয় রাজশাহী এর সহকারী পরিচালক সুদীপ কুমার চৌধুরী প্রমুখ। এছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিফোরডি এর সদস্য ও সাংবাদিক মোস্তাফিজুর রহমান টুটুল। গণশুনানি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিফোরডি এর জেলা সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক গণশুনানি কি এবং এর প্রয়োজনীয়তা কী সেসম্পর্কে বিস্তারিত বর্ণনা দেন। পরে শুনানিতে উপস্থিত ভুক্তভোগীরা জেলা প্রশাসকের কাছে তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং জেলা প্রশাসক তাদের সমস্যা সমাধানের পরামর্শ প্রদান করেন। ব্রিটিশ কাউন্সিল এর সহযোগিতায় এই শুনানির আয়োজন করা হয়।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …