রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে পিফরডি’র উদ্যোগে শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নাটোরে পিফরডি’র উদ্যোগে শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে শিশু সুরক্ষা বিষয়ক এক কর্মশালা সোমবার সদর উপজেলা নির্বাহী অফিস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অংশীদারিত্বে এবং ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত প্লাটফর্মস ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের অধীনে স্বেচ্ছাসেবী সংগঠন উত্তরা উন্নয়ন সংস্থা এ কর্মশালার আয়োজন করে।


এতে স্থানীয় পর্যায়ের যে সকল প্রতিষ্ঠান তাদের কর্মস্থলে শিশুদের নিয়োগ বা নিজেদের প্রয়োজনে অর্থের বিনিময়ে শিশু শ্রম গ্রহন করছেন এমন ৫০ জন প্রতিষ্ঠান মালিক ও প্রতিনিধি অংশ নেয়।
নাটোর কমিউনিটি রিসোর্স সেন্টারের সভাপতি ও দিঘাপতিয়া এমকে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। কর্মশালাটি পরিচালনা করেন ব্রিটিশ কাউন্সিলের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর অমর ডি কস্তা ও উত্তরা উন্নয়ন সংস্থার সভাপতি ফারুক আহমেদ খান।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …