রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / Uncategorized / নাটোরে পিতাকে শ্বাসরোধ করে হত্যা মামলায় ছেলের যাবজ্জীবন কারাদন্ড

নাটোরে পিতাকে শ্বাসরোধ করে হত্যা মামলায় ছেলের যাবজ্জীবন কারাদন্ড


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় পিতাকে শ্বাসরোধ করে হত্যা মামলায় ছেলেকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। এসময় ১০ হাজার টাকা জরামানা অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়। আজ মঙ্গলবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দীন এই রায় দেন। দন্ডপ্রাপ্ত মুরশিদুল ইসলাম নলডাঙ্গা উপজেলার ভট্টপাড়া গ্রামের মৃত আফছার আলীর ছেলে। 

মামলা সুত্রে জানা যায়, ২০১৮ সালের ১০ আগষ্ট জোড় করে সম্পত্তি লিখে নিতে চাইলে পিতা আফছার আলীর সাথে ছেলে মুরশিদুল ইসলামের বিবাদ শুরু হয়। এ সময় পিতা আফছার আলী সম্পত্তি লিখে না দিতে চাইলে ছেলে মুরশিদুল ক্ষিপ্ত হয়ে পিতার গলা টিপে ধরে। এতে ঘটনাস্থলে শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই আফছার আলীর মৃত্যু হয়। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় নিহতের মেয়ে আর্নিকা বেগম বাদী হয়ে তার আপন ভাই মুরশিদুল ইসলামকে অভিযুক্ত করে নলডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত মুরশিদুল ইসলামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত মুরশিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে চার্জশীট প্রদান করেন। দীর্ঘ ৪ বছর মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহণ শেষে আদালতের বিচারক এই রায় প্রদান করেন। রায় ঘোষনার সময় আসামী মুরশিদুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।

আরও দেখুন

১০ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে জিংক ধানের বীজ বিতরণ

 নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামসহ সাতটি উপজেলার ১০ হাজার ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত মানের …