মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে পারিবারিক বিরোধে স্ত্রীকে কুপিয়ে জখমের পর স্বামীর আত্মহত্যা

নাটোরে পারিবারিক বিরোধে স্ত্রীকে কুপিয়ে জখমের পর স্বামীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে পারিবারিক বিরোধে স্ত্রী রাসু বেগমকে কুপিয়ে জখমের পর স্বামী হাসান আলী বিষ পান করে আত্মহত্যা করেছে। আহত স্ত্রী রাসু বেগম বর্তমানে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আজ বেলা ১১টার দিকে নাটোর উপজেলার ঋষী নওগাঁ গ্রামে এই ঘটনাটি ঘটে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু সাদাদ ও স্থানীয়রা জানান, দম্পতি রাসু বেগম ও হাসান আলীর বেশ কিছু দিন ধরেই পারিবারিক বিরোধ চলে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এরই এক পর্যায়ে আজ বেলা ১১ টার দিকে তাদের মধ্যে ঝগড়া বাধলে স্বামী হাসান আলী তার স্ত্রী রাসু বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে রাসু বেগমের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে স্ত্রীকে কুপিয়ে জখমের পর হাসান আলীর বাড়ীর অদুরে একটি পাটের জমিতে গিয়ে বিষ পান করে হাসান আলী। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে আহত অবস্থায় তাকেও নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে হাসান আলী মারা যায়।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …