নিজস্ব প্রতিবেদক: নাটোরে পশু খামারিদের কোরবানির জন্যে প্রস্তুতকৃত পশু বিক্রির জন্য উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষ্যে কোরবানির পশুর হাটে জনসমাগম ও ভিড় এড়ানো এবং সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে জেলা প্রশাসন নাটোর ও জেলা প্রাণিসম্পদ দপ্তর নাটোর এর উদ্যোগে “নাটোর অনলাইন পশুর হাট” নামক একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ সংক্রান্ত একটি ওয়েব সাইট এর উদ্বোধন করা হয়েছে। যার ঠিকানা www.natoreposhurhat.com।
আজ বৃহস্পতিবার এই অনলাইন হাটের শুভ উদ্ভোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ পিএএ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাটোর-নঁওগা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদ ,অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.গোলাম মোস্তফা প্রমুখ। অনলাইন হাটের মাধ্যমে ক্রেতা-বিক্রেতা ঘরে বসেই কম্পিউটার বা মোবাইল ফোনের মাধ্যমে কোরবানির পশু ক্রয় বিক্রয় করতে পারবেন। সকল খামারি এই ওয়েব সাইটের মাধ্যমে তাদের পশুর বর্ণনা এবং ছবি দিয়ে এতে অংশগ্রহণ করতে পারবেন। এই অনুষ্ঠানের মাধ্যমে সকলকে জনসমাগম এড়িয়ে www.natoreposhurhat.com থেকে কোরবানির পশু কেনা-বেচা করার জন্য অনুরোধ জানানো হয়।