শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে পল্লী বিদ্যুৎ সমিতি’র কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন

নাটোরে পল্লী বিদ্যুৎ সমিতি’র কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন

 নিজস্ব প্রতিবেদক:

নাটোরে দুই দফা দাবি আদায়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আজ সোমবার বেলা ১১ টার দিকে নাটোর ক্যালেক্টরেট ভবনের সামনে পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় অভিন্ন সার্ভিস কোর্ড, একটি প্রতিষ্ঠানে দুই ধরনের সার্ভিস কোর্ড থাকবেনা ও চুক্তি থেকে মুক্তি সকল অনিমিয়তি এবং চুক্তি ভিক্তিক শ্রমিকদের স্থায়ী নিয়োগ দেয়ার দুই দফা দাবি জানান বক্তারা। পরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাছুদুর রহমানের কাছে একটি স্মারকলিপি দেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ২ ডিজিএম মোমিনুর নূর রহমান বিশ্বাস, ডিজিএম বাগমারা জোনাল অফিস মোস্তফা আমিনূর রাশেদসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …