নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গা পৌরসভার ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিল শামসুল নাহার এর কন্যা পলি খাতুনের মৃত্যুর (আত্নহত্যা প্ররোচনা) মামলার ১নং আসামি ৪নং ওয়ার্ড কমিশনার শরিফুল ইসলাম পিয়াসের জামিন না মন্জুর ও ফাঁসি’র দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৮ অক্টোবর) বিকেল চারটায় নিহত পলি’র পরিবার ও উপজেলার সর্বস্তরের জনসাধারণের আয়োজনে উপজেলার পৌরসভার মোড় থেকে শুরু নলডাঙ্গার বিভিন্ন সড়ক ঘুরে এসে সোনাপাতিল চারমাথা মোড়ে এসে বিক্ষোভ সমাবেশে শেষ হয়।
পরে মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত পলি’র মা কাউন্সিল শামসুর নাহার তিনি আত্নহত্যা প্ররোচনা মামলায় আটককৃত ১নং আসামীর জামিন না মন্জুর ও ফাঁসির দাবি করেন। এসময় উপস্থিত ছিলেন, নিহত পলি’র পরিবারসহ আত্মীয় স্বজন।
আরও দেখুন
নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত করা হয়েছে। এখন হেমন্তকাল। মাঠ …