সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে পর্ন ভিডিও বিক্রির অভিযোগে চারজন আটক

নাটোরে পর্ন ভিডিও বিক্রির অভিযোগে চারজন আটক

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে পর্নো ভিডিও সংরক্ষন এবং বিক্রির অভিযোগে ৪ যুবককে আটক করেছে র‌্যাব। আজ ৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল পৌনে এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত পরিচালিত অভিযানে নাটোর সদর উপজেলার হয়বতপুর ও লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের পর্ণো ভিডিও সংরক্ষণের উপকরণসহ আটক করা হয়।

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ অপারেশনাল দল নাটোর সদর উপজেলার লক্ষীপুর বাজার এবং বাজারে কম্পিউটারের দোকানে অভিযান পরিচালনা করে।

এসময় অসাধু কম্পিউটার ব্যবসায়ী পর্নোগ্রাফি সংরক্ষণএবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট হস্তান্তর করায় ৪টি সিপিইউসহ উপজেলার চৌরি এলাকার মকবুল হোসেনের ছেলে আল আমিন(২৪), লক্ষীপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে আকরাম হোসেন(২২), অর্জুনপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আঃ মজিদ(২৯) এবং গেীরিপুর (হয়বতপুর) এলাকার জালাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম(২৬) কে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে বিক্রি করে আসছিল। পরে তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়েরের পর সদর থানায় হস্তান্তর করা হয়।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …