বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় করায় ১০জন অসাধু কম্পিউটার ব্যবসায়ী আটক

নাটোরে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় করায় ১০জন অসাধু কম্পিউটার ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নাটোরের গুরুদাসপুরে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় করায় ১০ জন অসাধু কম্পিউটার ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫।রোববার রাতে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। র‌্যাব সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ সানরিয়া চৌধুরীর নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। আটকৃতরা হলো গুরুদাসপুর উপজেলার মুকুল হোসেন,সৌরভ হোসেন, রাকিবুল হাসান, আল আমিন, রুবেল, আশিকুর রহমান, তারিকুল ইসলাম, উজ্জল ইসলাম, রাজদুল ইসলাম ও আল আমিন।

র‌্যাব সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ সানরিয়া চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে কম্পিউটারের বিভিন্ন উপকরণসহ জব্দকৃত আলামত পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট দীর্ঘদিন ধরে হস্তান্তর করে আসছে বলে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জেলার গুরুদাসপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ ধারায় মামলা রুজু করা হয়েছে।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …