নিজস্ব প্রতিবেদক: নাটোর শহরে পরিত্যাক্ত অবস্থায় একটি পিস্তল দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। আজ ১ সেপ্টেম্বর রোববার রাত্রি পৌনে আটটার দিকে নাটোর পৌরসভার ০৮নং ওয়ার্ডে রোজী মার্কেট কারবালা মসজিদ সংলগ্ন মোড়ে পরিত্যক্ত অবস্থায় এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, আজ সন্ধ্যায় নাটোর পৌরসভার ০৮নং ওয়ার্ডে রোজী মার্কেট কারবালা মসজিদ সংলগ্ন মোড়ে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল দুইটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি পড়ে আছে। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই অস্ত্রও গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে ওই পিস্তল ম্যাগাজিন এবং গুলি কিভাবে ওই স্থানে আসলো তা জানার চেষ্টা করছে পুলিশ। বিষয়টি তদন্ত করে এর সাথেই কেউ জড়িত থাকলে তাকে আইনের আওতায় নেয়া হবে।
আরও দেখুন
লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …