শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

নাটোরে পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

নাটোর প্রতিনিধি:

নাটোর আধুনিক সদর হাসপাতাল এর পিছনের একটি গলি থেকে একটি বিদেশী রিভলবার ও একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে পুলিশ। আজ ১ নভেম্বর বুধবার সন্ধ্যা সাতটার দিকে সদর হাসপাতালে পেছনের গলি থেকে পরিত্যাক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র দুটি উদ্ধার করা হয়।

নাটোর নিচাবাজার পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সন্ধ্যা সাতটার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালের পেছনে অভিযানে যায়। এ সময় ওইখানে থাকা কয়েকজন যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।

পুলিশ পরে সেখান থেকে পরিত্যক্ত একটি ব্যাগের ভেতর থেকে একটি বিদেশী পিস্তল এবং একটি বিদেশী রিভলবার উদ্ধার করে। তিনি আরো জানান,এই অস্ত্র এখানে কারা এবং কী উদ্দেশ্যে নিয়ে এসেছে তা দ্রুত বের করার চেষ্টা করবে পুলিশ। উল্লেখ্য আজ বেলা ১১ টা থেকে দুপুর পর্যন্ত নাটোরে পৃথক দুটি ঘটনায় এমপি শিমুলের অনুসারী দুটি গ্রুপের সংঘর্ষে ৭ জন আহত হয় এবং ছাত্রলীগের পৌর ও সদর উপজেলা কমিটি ঘোষণা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এনিয়ে শহরে উত্তেজনা বিরাজ করছে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতার হত্যার ৬ বছর পরে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুরে বিএনপি নেতা খাইরুল ইসলামকে গুলি করে হত্যার ৬ বছর পর মামলার …