নিজস্ব প্রতিবেদক
নাটোরে শহরের তেবাড়িয়া উত্তরপাড়া এলাকা থেকে একটি পিস্তল একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। বুধবার দুপুরে শহরের তেবারিয়া উত্তরপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় ওই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। র্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি এস এম জামিল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল তেবাড়িয়া উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে কে বা কারা ফেলে গেছে এটি নিশ্চিত হওয়া যায়নি এবং কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগজিন ও গুলি নাটোর জেলার সদর থানায় জমা দেয়া হয়েছে।
আরও দেখুন
নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল
নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …