নিজস্ব প্রতিবেদক:
নাটোরে পবিত্র ঈদুল ফিতরে সার্বিক নিরাপত্তা অবস্থা জানতে বাজার পরিদর্শন করেছেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। আজ সোমবার দুপুরে শহরের নিচাবাজার, কাপুড়িয়াপট্টিসহ বিভিন্ন মার্কেটে এবং শপিংমলগুলো পরিদর্শন করেন তিনি। এ সময় বাজারের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে তিনি ব্যবসায়ী ও ক্রেতাদের সাথে কথা বলেন।
পুলিশ সুপার জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাজারের নিরাপত্তা বজায় আছে কিনা তার খবর নিতেই তাদের এই পরিদর্শন। মানুষ যাতে নির্ভয়ে এবং নিরাপদে কেনাকাটা করতে পারে এবং নির্বিঘ্নে ঈদের আনন্দ উপভোগ করতে পারে সেজন্য পুলিশের পক্ষ থেকে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের গৃহীত পদক্ষেপে ব্যবসায়ী ও ক্রেতা এবং সাধারণ মানুষ স্বস্তিতে রয়েছে বলে তার কাছে প্রকাশ করেছে বলে তিনি জানান।
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে পবিত্র ঈদুল ফিতরে সার্বিক নিরাপত্তা অবস্থা জানতে বাজার পরিদর্শনে পুলিশ সুপার লিটন কুমার সাহা
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …