রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে নৌকার নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেওয়ার অভিযোগ

নাটোরে নৌকার নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

নাটোর পৌর এলাকায় আওয়ামীলীগের নৌকা প্রতিকের নির্বাচন পরিচালনা ক্যাম্পে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ ভোর রাতের কোন এক সময়ে পৌর সভার ১নং ওয়ার্ডের চৌমুহনী ঘোড়াগাছা এলাকায় এই আগুন দেয়ার ঘটনা ঘটে।

আগুনে ক্যাম্পে রক্ষিত প্রায় ৮টি প্লাষ্টিকের চেয়ার ও সাইড পর্দা পুড়ে গেছে। স্থানীয় ওর্য়াড কাউন্সিলর আওয়ামীলীগ নেতা মলয় রায় জানান, স্থানীয় নৌকা সমর্থকরা গতরাতে ইংরেজি নববর্ষ উদযাপন শেষে বাড়ি যান। ভোর রাতের দিকে বিএনপির সন্ত্রাসীরা ক্যাম্পে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, তারা এ ধরনের কোনো খবর পাননি। কেউ অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …