সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও উপকরণ বিতরণ

নাটোরে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকী, মহিলা ভাইস চেয়ারম্যান শেখ কামরুন্নাহার কাজল, জাতীয় আদিবাসী পরিষদের নাটোর জেলা শাখার সভাপতি প্রদীপ লাকড়া প্রমূখ। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচীর আওতায় ২০১৯-২০ অর্থ বছরে নাটোর সদর উপজেলার ছয়শত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে বরাদ্দকৃত আট লক্ষ ত্রিশ হাজার শিক্ষা উপবৃত্তি, শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করা হয়।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …