সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে নিষিদ্ধ পলিথিন মজুদের দায়ে জরিমানা পলিথিন জব্দ

নাটোরে নিষিদ্ধ পলিথিন মজুদের দায়ে জরিমানা পলিথিন জব্দ

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে নিষিদ্ধ পলিথিন মজুদের দায়ে পলাশ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। গতকাল ৫ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নাটোর সদরের লেঙ্গুরিয়া মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০৭৭৫ কেজি পলিথিন জব্দ এবং এই জরিমানা করা হয়।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ একটি অপারেশন দল কোম্পানী অধিনায়ক ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক রফিকুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে গতকাল ৫ ডিসেম্বর সোমবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত সদর উপজেলার লেঙ্গুরিয়া মধ্যপাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।  এ সময় পলাশ এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন পাওয়া যায়। পরে এর মালিককে ৫০টাকা জরিমানা ও ১০৭৭৫ কেজি পলিথিন জব্দ করা হয়। 

পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আকতার এর  নির্দেশে জব্দকৃত ১০,৭৭৫  কেজি পলিথিন পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …