রবিবার , এপ্রিল ২৭ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরে নির্বাচনী সামগ্রী বিতরণ

নাটোরে নির্বাচনী সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে ৫৬৬ টি কেন্দ্রে বিভিন্ন উপজেলার সরকারি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নির্বাচন সামগ্রী পাঠানো হয়েছে। শনিবার সকালে প্রিজাইডিং অফিসারের কাছে নির্বাচনী সামগ্রী হস্তান্তর করা হয়। এসময় দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্য ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

সহকারী রিটার্নিং কর্মকর্তা সারমিনা সাত্তার জানান, নাটোরের মোট চারটি আসনে ৫৬৬টি ভোট কেন্দ্রের মধ্যে ১৪৫টি ভোটকেন্দ্রকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব ভোটকেন্দ্র গুলোতে স্বাভাবিকের চেয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে একজন অফিসার সহ দুই জন পুলিশ এবং র‍্যাব, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।এছাড়া জেলায় ১৫ প্লাটুন বিজিবি ও ৭ প্লাটুন সেনাবাহিনীর সদস্য মোতায়ন রয়েছে।

আরও দেখুন

নাটোরে আইনজীবীর উপর দুর্বৃত্তের হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর জেলা আইনজীবী সমিতির আইনজীবী সাধন কুমার দাসের উপর দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হওয়ার …