সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে নিত্য পণ্য ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা জাতীয় পার্টির মানববন্ধন

নাটোরে নিত্য পণ্য ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা জাতীয় পার্টির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে নিত্য পন্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে তাই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা জাতীয় পার্টি সভাপতির এড. সোহেল রানার নেতৃত্বে মানববন্ধন করেছে ।

শুক্রবার (৪ মার্চ) বিকালে নাটোর পুরাতন ঢাকা বাসস্টেন এলাকায় কানাইখালী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাগাতিপাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি সমশের আলীর  সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট সোহেল রানা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিঠু, সহ-সভাপতি আব্দুস সালাম, প্রচার সম্পাদক আশরাফুল জাম্মান (মুন্নি) সহ বিভিন্ন নেতাকর্মী। মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন উপজেলা জাতীয় পাটির নেতাকর্মী।

মানববন্ধনে এড. সোহেল রানার বলেন, দিনে দিনে বেড়েই চলেছে দ্রব্যমূল্যের দাম, মানুষের ক্রয়ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে নিত্য পন্য দাম, পন্যর দাম বাড়ল্ওে মানুষের আয় বারছে না। সরকারের কাছে বাজারে মনিটনিং এর দাবী জানান তারা ।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …