নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে নিখোঁজের একদিন পর কামরুল ইসলাম (২০) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত ৯টার দিকে সদর উপজেলার হালসা গ্রামের একটি বাঁশ বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কামরুল হালসা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। তিনি নাটোর শহরের চকরামপুরে অবস্থিত রাজশাহী সায়েন্স এন্ড টেকনোলজি (আরএসটিইউ) বিবিএ শেষ বর্ষের ছাত্র ছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফরিদুল ইসলাম জানান, শনিবার রাত ৯টার দিকে মোবাইল ফোনে কামরুল ইসলাম কারা যেন ডেকে নেয়। এরপর সে আর বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুজি করেও তার সন্ধ্যান মেলেনি। রবিবার সন্ধ্যায় স্থানীয়রা বাঁশ বাগানের ভিতর একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। মরদেহের একটি চোখ উপড়ানো অবস্থায় ছিল।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত বলেন, নিহতের মোবাইল ফোনের কললিস্ট চেক করা হচ্ছে। কারা, কি কারণে কামরুলকে হত্যা করেছে। তা অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …