শনিবার , জানুয়ারি ৪ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে নাশকতা মামলায় বিএনপির ৩১ জন নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণ

নাটোরে নাশকতা মামলায় বিএনপির ৩১ জন নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে বিএনপির বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলার মামলায় পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব বাবুল চৌধুরী সহ ৩১ নেতা কর্মিকে কারাগারে প্রেরণ করেছে আদালত।

আজ ৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে নির্ধারিত দিনে আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। আসামিদের মধ্যে ৮০ হাজিরা দিতে গেলে আদালত ৪৯ জামিন মঞ্জুর করেন এবং ৩১ জনকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। ২২ নভেম্বর নাটোরে পুলিশের ওপর হামলার অভিযোগ এনে ১১৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৪০০ বিএনপি নেতা কর্মীকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে নাটোর সদর থানার উপ পরিদর্শক (এস আই) রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

২২ নভেম্বর সোমবার সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে দলের নেতা কর্মীরা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবীতে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশ বাধা দিলে নেতা কর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পুলিশকে ধাক্কা দেয়। পরে পুলিশ লাঠি চার্জ শুরু করলে বিএনপির নেতা কর্মীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনছুর রহমান, সাংবাদিক সহ অন্তত ২০ জন আহত হয়।

আরও দেখুন

বড়াইগ্রামে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ছাত্র সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত …