নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,নাটোরে জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সোহেল রেজাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ২৬ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে তার নিজ বাসভবন কান্দিভিটা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সোহেল রেজা কান্দিভিটা এলাকার জনৈক শুকুর আলীর ছেলে এবং সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের খালাতো ভাই। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার সোহেল রেজাকে কোন মামলায় গ্রেফতার করেছে পুলিশ তা জানাতে পারেনি তার পরিবারের সদস্যরা।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, বিভিন্ন সময় সোহেল রেজা বর্তমান সরকার বিরোধী উস্কানি দেওয়া ও সরকার বিরোধীদের মদদ দেওয়ার অভিযোগ উঠে। এছাড়াও তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। তাকে নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে উল্লেখ করেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান।
আরও দেখুন
উত্তরা এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে নাটোরের নলডাঙ্গায় বিক্ষোভ মিছিল-মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেস ট্রেনটির চলাচল গত ২০২৩ সালে ২২ ডিসেম্বর …