শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে নাশকতার পৃথক মামলায় ১১ বিএনপি নেতা-কর্মী কারাগারে

নাটোরে নাশকতার পৃথক মামলায় ১১ বিএনপি নেতা-কর্মী কারাগারে

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনের দুটি পৃথক মামলায় লালপুর ও বাগাতিপাড়া উপজেলার বিএনপির ১১ জন নেতা কর্মিকে কারাগারে প্রেরন করেছেন আদালত। মামলার অভিযুক্তরা গত ১৯ ফেব্রুয়ারী নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অম্লান কুসুম জিষ্ণুর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিচারক আজ বৃহস্পতিবার শুনানীর দিন ধার্য করেন।

শুনানী শেষে বিচারক তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। নাটোর জজ কোর্টের পিপি জানান, গত বছরের ২৯ অক্টোবর জেলার লালপুরে ৫জনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ৫জনের বিরুদ্ধে এবং একই দিন বাগাতিপাড়া থানায় বিস্ফোরক সহ বিশেষ ক্ষমতা আইনে ৬ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়। ওই মামলার অভিযুক্তরা উচ্চ আদালত থেকে জামিনে ছিল। অভিযুক্তরা গত ১৯ ফেব্রুয়ারী নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে নতুন করে জামিনের আবেদন করেন। বিচারক আজ ২২ ফেব্রুয়ারী শুনানীর দিন ধার্য করেন। শুনানী শেষে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। মামলার আসামীরা সকলেই বিএনপি রাজনীতির সাথে জড়িত।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …