সোমবার , জানুয়ারি ১৩ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে নার্সদের কর্ম বিরতি

নাটোরে নার্সদের কর্ম বিরতি

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে দুই দিন ধরে কর্মবিরতি পালন করছে বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মরত নার্সরা। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের পরিচালক, অতিরিক্ত মহা পরিচালককে অপসারণপূর্বক পদগুলোতে নাসিং কর্মকর্তাদের পদায়নের ১দফা দাবিতে ৮ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ৪ ঘন্টা কর্মবিরতি এবং ৯ অক্টোবর বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৫ ঘন্টা কর্মবিরতি পালন করছেন তারা। আধুনিক সদর হাসপাতাল নাটোরের সকল নার্সিং কর্মকর্তাবৃন্দের আয়োজনে এই কর্মবিরতি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সিনিয়র স্টাফ নার্স কামরুন নাহার, রেহানুল করিম, মুসলিমা আক্তার প্রমূখ। বক্তারা জানান, তাদের এই দাবি অনতিবিলম্বে মেনে নেওয়া না হলে পরবর্তীতে আরও বৃহত্তর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন তারা।

আরও দেখুন

আমরা ক্ষমতায় থাকতে নাটোর বাসীর সকল দাবি পূরণ করেছি -দুলু

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী এডভোকেট এম রুহুল কুদ্দুস …