শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সাথে বিডিএসসি’র মতবিনিময়

নাটোরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সাথে বিডিএসসি’র মতবিনিময়


নিজস্ব প্রতিবেদক:
নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন রোধে নাটোরে ব্রাকের সহযোগীতায় উপজেলা পর্যায়ের নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সাথে মতবিনিময় সভা করেছে বিডিএসসি (বিলচলন ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার)।

বুধবার বেলা ১০টায় নাটোর সদর উপজেলা চত্বরে ওই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রোগ্রাম অফিসার মুক্তার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন, উপজেল প্রকল্প কর্মকর্তা হাসনা জাহান, বিডিএসসি’র নির্বাহী পরিচালক মজিবুর রহমান মজনু, ব্র্যাকের ডিভিশনাল ম্যানেজার রায়হানুল করিম, ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর বজলুর রশিদ, নিডা সংস্থার নির্বাহী পরিচালক জাহানারা বিউটি, ইউথ ডেভ ডিপার্টমেন্ট অফিসার আব্দুস সোবহান, সিএ মো. রাশিদুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, নারী ও শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধসহ বাল্যবিয়ে বন্ধে নারীদের সচেতন হতে হবে। করোনাভাইরাস মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিজেসহ অপরকে সচেতন করতে হবে।

জরুরী প্রয়োজনে ৯৯৯ এ যোগাযোগ করার আহ্বান জানান বক্তারা।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …