নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় নারী উদ্যোক্তাদের নিয়ে দুই দিনব্যাপীদেশীয় পণ্যের হাট বাজারের আয়োজন করা হয়েছে। উইমেন্স এন্ড ই-কমার্স (উই) এর উদ্যোগে উপজেলা অডিটরিয়াম হলরুমে এই আয়োজন করা হয়। এতে বিভিন্ন পণ্যের ২২টি স্টল রয়েছে। আজ ওআগামীকাল সকাল ১০টা থেকে চারটা পর্যন্ত এই আয়োজন চলবে। সংগঠনটির জেলা প্রতিনিধি জ্যোতি সরকার জানান, নিজস্বপণ্য কিনে দেশের টাকা দেশে রাখার প্রত্যয় নিয়ে প্রথমবারের মতো নাটোরের সিংড়ায় দেশীয় পণ্যের হাট বাজারের আয়োজনকরা হয়েছে।
এতে ২২জন নারী উদ্যোক্তা তাদের পণ্যের পসরাসাজিয়ে বসেছেন। এই হাটবাজারে শাড়ি, পাঞ্জাবী, থ্রি পিচ,কাথা, চামড়াজাত ও পাটজাত পণ্য, হাতে তৈরি অলংকার, হেয়ারওয়েল, রান্নার মসলা, শুটকি, আচারসহ বিভিন্ন সামগ্রী পাওয়া যাচ্ছে। নারী উদ্যোক্তাদের সক্ষমতা তৈরি, নেটওয়ার্ক সম্প্রসারণ, পরামর্শ প্রদান এবং স্থানীয় ও বৈশ্বিক বাজারেরসঙ্গে সংযোগের সুযোগ করে দেওয়া এমন আয়োজনের উদ্দেশ্য বলেজানান তিনি।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …