রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে নামী দামি দেশী-বিদেশী ব্যান্ডের নকল প্রসাধনী প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে জরিমানা

নাটোরে নামী দামি দেশী-বিদেশী ব্যান্ডের নকল প্রসাধনী প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে জরিমানা


নিজস্ব প্রতিবেদক:
নাটোরে নামী দামি দেশী-বিদেশী ব্যান্ডের নকল প্রসাধনী প্রস্তুতকারী প্রতিষ্ঠান শুভ এন্টারপ্রাইজকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ২৮ জুন মঙ্গলবার রাত সোয়া বারোটা থেকে রাত দুইটা পর্যন্ত সদরের হালশা ফুলসর গ্ৰামে পরিচালিত অভিযানে ভেজাল প্রসাধনী জব্দ এবং ভেজাল প্রসাধনী উৎপাদনের অভিযোগে ঐ জরিমানা করা হয়।

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদি হাসান তানভির এবং র‌্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব সিপিসি-২, নাটোর ক্যাম্প একটি অপারেশন দল আজ ২৮ জুন মঙ্গলবার রাত সোয়া বারোটা থেকে রাত দুইটা পর্যন্ত সদরের হালশা ফুলসর গ্ৰামে জনৈক ফয়েজ উদ্দিনের বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করে। এসময় ফয়েজ উদ্দিনের বসতবাড়ীতে অবৈধ প্রক্রিয়ায় নামী দামী দেশী-বিদেশী বিভিন্ন ব্যান্ডের নকল প্রসাধনী প্রস্তুত করার দায়ে শুভ এন্টারপ্রাইজ এর সত্তাধিকারী মহিউদ্দিন কাজলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩, ৪৫ এবং ৫০ ধারায় মোট তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।

পরে সেখান থেকে এক চল্লিশ হাজার নয়শত পিস দেশী-বিদেশী বিভিন্ন ব্যান্ডের নকল ক্রিম জব্দ করা হয়। পরে জব্দকৃত প্রসাধনী ধ্বংস করা হয়।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …