নিজস্ব প্রতিবেদক………….সমবায় গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিবাদ্য নিয়ে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ শনিবার সকাল ৯ টার দিকে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ক্যালেক্টরেট ভবনের সামনে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যালেক্টরেট ভবনের সামনে এসে শেষ হয়।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাছুদুর রহমান, জেলা সমবায় অফিসার হোসেন শহীদ,সবাবায় পরিদর্শক সুরজিত চ্যাটাজী, সময়বায় তদন্তকারী হান্নান হোসেন সহ সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সুবিধা বঞ্চিত ৮ জন নারীর মাঝে ১ লক্ষ টাকা করে চেক বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, সমবায় খাত দেশের দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের স্থানীয় চাহিদা অনুযায়ী নিবিড় পেশাভিত্তিক প্রশিক্ষণ, সহজ শর্তে সমবায়ীদের ঋণ সুবিধা, প্রযুক্তিগত ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে সমবায়ীদের কর্মক্ষমতা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে।
আরও দেখুন
লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …