নিজস্ব প্রতিবেদক:
নানা আয়োজনে নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । এই উপলক্ষে সকাল দশটার দিকে শহরের আলাইপুর মহল্লায় বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কার্যালয়ের ভেতরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ঢাকা থেকে প্রধান অতিথি হিসেবে যোগ দেন কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী এ্যাড এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
জেলা বিএনপি’র আহবায়ক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাচ্চু সহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি যুবদল ছাত্রদল নেতৃবৃন্দ।
জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ এর সঞ্চালনায় ঢাকা থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধান অতিথি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …