রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

নাটোরে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:

“ক্রীড়াঙ্গনের উন্নয়ন শেখ হাসিনার দর্শন” এই প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে  নাটোরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ শনিবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়াসংস্থার আয়োজনে কালেক্টরেট ভবনের সামনে থেকে  এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি এলাকার  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শংকর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু নাছের ভুঞার সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন ছিলেন ,অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাছুদুর রহমান ,পৌর মেয়র উমা চৌধুরি জলি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ আলী সহ ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে ১১ জন শ্রেষ্ঠ খেলোয়ারকে সম্মাননা প্রদান করা হয়।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …