বৃহস্পতিবার , সেপ্টেম্বর ১৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে নববিধান বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্য

নাটোরে নববিধান বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্য

বিশেষ প্রতিবেদকঃ
নাটোরে নববিধান বালিকা উচ্চ বিদ্যালয় সাফল্য অর্জন করেছে। শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত এই বিদ্যালয় থেকে এবারের এসএসি পরীক্ষায় ১৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১৩১ জন পাস করেছে। পাশের হার ৯৯.২৪%। এদের মধ্যে সকল বিষয়ে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে ১৯ জন।এই সাফল্যে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সবাই খুশি।

অভিভাবক এবং শিক্ষার্থীরা এর কৃতিত্ব দেন প্রধান শিক্ষক বিমান গোবিন্দ সরকারকে। তারা বলেন, তার দক্ষ পরিচালনায় বিদ্যালয়টি দিন দিন সাফল্য অর্জন করে চলেছে।

এ ব্যাপারে প্রধান শিক্ষক বিমান গোবিন্দ সরকার জানান, শুধু কৃতিত্ব প্রধান শিক্ষকের নয়, এই সাফল্যের কৃতিত্বের অধিকারী সকল শিক্ষক এবং পরিচালনা কমিটির সভাপতি এ্যাডভোকেট মালেক শেখ। ম্যানেজিং কমিটির দক্ষ পরিচালনায় এই সাফল্য এসেছে। তিনি আরো জানান, ভবিষ্যতে আমরা আরো সাফল্য অর্জন করে দেখিয়ে দিতে চাই যে, পরিশ্রম করলে সাফল্য আসবেই।

আরও দেখুন

সিংড়ায় সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। পৌর শহরের সরকারপাড়া …