রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করণের দাবীতে মানববন্ধন

নাটোরে নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করণের দাবীতে মানববন্ধন

 নিজস্ব প্রতিবেদক:

নাটোরে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করণের দাবীতে মানববন্ধন করেছে শিক্ষকরা। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসুটি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা কারিকুলাম এবং শিক্ষার্থীদের পাঠদান প্রক্রিয়া সরকারি, এমপিও, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে অভিন্ন হওয়া সত্ত্বেও শুধুমাত্র নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ বেতন-ভাতা থেকে বঞ্চিত এবং চরমভাবে বৈষম্যের শিকার হচ্ছে। বিগত সরকার নির্বাহী আদেশে কিছু সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক বিবেচনায় শর্ত শিথিলপূর্বক এমপিওভুক্ত করেছেন। প্রয়োজনীয় যোগ্যতা থাকার পরেও অনেক নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তি হতে বঞ্চিত করেছেন। তাই দ্রুত সময়ের মধ্যে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তির জন্য দাবী জানান তারা। পরে জেলা প্রশাসনের কর্মকর্তাদের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …