বৃহস্পতিবার , নভেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করণের দাবীতে মানববন্ধন

নাটোরে নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করণের দাবীতে মানববন্ধন

 নিজস্ব প্রতিবেদক:

নাটোরে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করণের দাবীতে মানববন্ধন করেছে শিক্ষকরা। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসুটি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা কারিকুলাম এবং শিক্ষার্থীদের পাঠদান প্রক্রিয়া সরকারি, এমপিও, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে অভিন্ন হওয়া সত্ত্বেও শুধুমাত্র নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ বেতন-ভাতা থেকে বঞ্চিত এবং চরমভাবে বৈষম্যের শিকার হচ্ছে। বিগত সরকার নির্বাহী আদেশে কিছু সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক বিবেচনায় শর্ত শিথিলপূর্বক এমপিওভুক্ত করেছেন। প্রয়োজনীয় যোগ্যতা থাকার পরেও অনেক নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তি হতে বঞ্চিত করেছেন। তাই দ্রুত সময়ের মধ্যে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তির জন্য দাবী জানান তারা। পরে জেলা প্রশাসনের কর্মকর্তাদের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …