নিজস্ব প্রতিবেদক:
বৈচিত্র্যময় সাহিত্য জীবন এবং নজরুল সংগীত পরিবেশনের মধ্য দিয়ে নাটোরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় স্থানীয় অনিমা চৌধুরী মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএডিসি’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) এবং নজরুল গবেষক এ এফ এম হায়াতুল্লাহ। জেলা প্রশাসক শামীম আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
আলোচনা সভায় নজরুল গবেষক বলেন, নজরুলের সমৃদ্ধ সাহিত্যকর্ম কাল উত্তীর্ণ। বাংলা সাহিত্যের হলেও নজরুল গ্লোবাল সিটিজেন। তাঁর সাহিত্যকর্ম সারা বিশ্বের মানুষের জীবন বোধে পরিপূর্ণ।
পরে শিশু একাডেমী, শিল্পকলা একাডেমীর শিক্ষার্থী ছাড়াও ড. শম্পা দাস নজরুল সংগীত পরিবেশন করেন।